সংজ্ঞাঃ ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার এই দুই বায়ুস্তরের সীমা নির্দেশক সংযোগকারী উপস্তরকে ট্রপোপজ বলে । ট্রপোস্ফিয়ারের বায়ুস্তর এই অঞ্চলে এসে থেমে যায়, তাই একে ট্রপোপজ বলে । গ্রীক শব্দ “Tropos” এর অর্থ ‘পরিবর্তন’ ও “Pause” এর অর্থ ‘থেমে যাওয়া’।
বিস্তারঃ ট্রপোপজ বিস্তার মেরু অঞ্চলে ৮-১০ কিমি ও নিরক্ষীয় অঞ্চলে ১৮-২০ কিমি উচ্চতায় ।
বৈশিষ্ট্যঃ ট্রপোপজ -এর বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ –
(ক) ট্রপোপজ অঞ্চলে বায়ুর গড় তাপমাত্রা -৬০° সেন্টিগ্রেড ।
(খ) ট্রপোপজে বায়ু চলাচল বা তাপীয় ফল তেমন দেখা যায় না, তাই এই স্তরকে স্তব্ধ স্তরও বলে ।
(গ) এটি ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার এই দুই স্তরের মধ্যবর্তী সীমা নির্দেশক উপস্তর ।