আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টি ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্যন করতে পারবে। জলবিভাজিকা কি এই বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
জলবিভাজিকা কি?
সংজ্ঞাঃ
পাশাপাশি অবস্থিত দুই বা ততোধিক নদী অববাহিকা যে উচ্চভূমি দ্বারা পৃথক থাকে, তাকে জলবিভাজিকা (Water-Shed Or, Water-Parting) বলে । সাধারণতঃ পাহাড় – পর্বত, মালভূমি ইত্যাদি জলবিভাজিকার ভূমিকা পালন করে ।
উদাঃ
মধ্য এশিয়ার পার্বত্যভূমি হল পৃথিবীর সর্বপ্রধান জলবিভাজিকা । এই জলবিভাজিকা অঞ্চল থেকেই পৃথিবীর সবথেকে বেশী নদী উৎপন্ন হয়ে ভূমির ঢাল অনুসারে বিভিন্নদিকে প্রবাহিত হয়েছে।
বৈশিষ্ট্যঃ
জলবিভাজিকা – র বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ
- প্রধান নদীর উপনদী গুলির জলের যোগান মূলতঃ জলবিভাজিকা অঞ্চল থেকেই আসে ।
- সময়ের সাথে সাথে নদীগুলি জলবিভাজিকাকে ক্রমশঃ ক্ষয় করে তার উচ্চতা ও প্রশস্ততা উভয়ই হ্রাস করতে থাকে ।
- জলবিভাজিকা অঞ্চল যতই বৃহৎ ও উঁচু হয়, সংশ্লিষ্ট নদীগুলি ততই জলবহুল ও স্রোতস্বিনী হয় ।
উপরের বিষয়টি থেকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং বিষয়টি আপনার পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।