আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা মেঘ বৃষ্টির কিছু গুরুত্বপূর্ণ (MCQ) প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নগুলি পরীক্ষার জন্য খুবই উপযোগী। এই প্রশ্নগুলি অধ্যায়ন করলে খুব সহজেই পরীক্ষায় ভালো নম্বর অর্জন করতে পারবে।
‘শীতকালীন বৃষ্টিপাতের দেশ’ বলা হয় কোন অঞ্চলকে ?
‘শীতকালীন বৃষ্টিপাতের দেশ’ বলা হয় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে।
একটি চিরসবুজ উদ্ভিদের নাম লেখো ?
একটি চিরসবুজ উদ্ভিদের নাম রোজউড।
4 O Clock Rain কোন অঞ্চলে দেখা যায় ?
4 O Clock Rain নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে দেখা যায়।
মধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান উদ্ভিদ কোনটি ?
মধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান উদ্ভিদ জলপাই গাছ।
পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প কেন্দ্র হলিউড কোথায় অবস্থিত ?
পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প কেন্দ্র হলিউড ক্যালিফোর্নিয়া অবস্থিত।
মেরুপ্রভা দেখা যায় কোথায় ?
মেরুপ্রভা দেখা যায় তুন্দ্রা জলবায়ু অঞ্চলের অন্তর্গত স্থানগুলিতে।
‘নিশীথ সূর্যের দেশ’ কাকে বলা হয় ?
‘নিশীথ সূর্যের দেশ’ নরওয়ে-কে বলা হয়।
‘ফলের ঝুড়ি’ বলা হয় কোন অঞ্চলকে ?
‘ফলের ঝুড়ি’ বলা হয় নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলকে।
আফ্রিকার গিনি উপকূলে কীসের চাষ হয় ?
আফ্রিকার গিনি উপকূলে কোকো ও তালের চাষ হয়।
ট্রান্স আমাজন হাইওয়ে কবে নির্মিত হয় ?
ট্রান্স আমাজন হাইওয়ে 1970 খ্রিস্টাব্দে নির্মিত হয়।
‘মৌসুমি‘ শব্দের অর্থ কী ?
‘মৌসুমি‘ শব্দের অর্থ ঋতু।
পূর্ব আফ্রিকার কোন অঞ্চল মৌসুমি জলবায়ু অঞ্চলের অন্তর্গত ?
পূর্ব আফ্রিকার সোমালি, মাদাগাস্কার অঞ্চল মৌসুমি জলবায়ু অঞ্চলের অন্তর্গত।
ভারতের কোন্ অংশ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত ?
ভারতের দক্ষিণ – পশ্চিম অংশ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত
দক্ষিণ আমেরিকার কোন অংশ নিরক্ষীয় জলবায়ুর অন্তর্ভুক্ত ?
দক্ষিণ আমেরিকার আমাজন নদী অববাহিকা অঞ্চল নিরক্ষীয় জলবায়ুর অন্তর্ভুক্ত।
মধ্য আমেরিকার কোন্ কোন্ অঞ্চল নিরক্ষীয় জলবায়ুর অন্তর্ভুক্ত ?
মধ্য আমেরিকার পানামা , কোস্টারিকা , ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কিছু অংশ নিরক্ষীয় জলবায়ুর অন্তর্ভুক্ত।
নিরক্ষীয় অঞ্চলের রাত্রি কী নামে পরিচিত ?
নিরক্ষীয় অঞ্চলের রাত্রি ক্রান্তীয় শীতকাল নামে পরিচিত।
নিরক্ষীয় অঞ্চলে অরণ্য কী নামে পরিচিত ?
নিরক্ষীয় অঞ্চলে অরণ্য চিরসবুজ অরণ্য নামে পরিচিত।
নিরক্ষীয় অঞ্চলে কোন ধরনের বৃষ্টিপাত হয় ?
নিরক্ষীয় অঞ্চলে পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত হয়।
ব্রাজিলের ক্রান্তীয় অরণ্য কী নামে পরিচিত ?
ব্রাজিলের ক্লান্তীয় অরণ্য ‘সেলভা‘ নামে পরিচিত।
ব্রাজিলের বৃষ্টি অরণ্যে কত প্রকার গাছ দেখা যায় ?
ব্রাজিলের বৃষ্টি অরণ্যে 300 প্রজাতির গাছ দেখা যায়।
পিগমিরা কোন্ জলবায়ু অঞ্চলে বসবাস করে ?
পিগমিরা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বসবাস করে।
উচ্চ আমাজন অববাহিকায় কোন শ্রেণির মানুষ দেখা যায় ?
উচ্চ আমাজন অববাহিকায় রেড ইন্ডিয়ান শ্রেণির মানুষ দেখা যায়।
দক্ষিণ – পূর্ব এশিয়ায় কোন শ্রেণির মানুষ দেখা যায় ?
দক্ষিণ – পূর্ব এশিয়ায় সেমাপ্ত উপজাতির মানুষ দেখা যায়।
নিরক্ষীয় অঞ্চলে কোন ধরনের কৃষিকাজ প্রথম শুরু হয়েছিল ?
নিরক্ষীয় অঞ্চলে উপনিবেশ স্থাপন করে ইউরোপীয় বণিকরা প্রথম বাগিচা কৃষি শুরু করেছিল।
মৌসুমি জলবায়ু অঞ্চলের প্রধান শহরগুলি কী কী ?
দিল্লি, কলকাতা, মুম্বই, চেন্নাই, সাংহাই, ঢাকা, রেঙ্গুন, নম্পেন প্রভৃতি শহর।
ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কী ?
ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য সারাবছর মৃদুভাবাপন্ন নাতিশীতোষ্ণ জলবায়ু, শুষ্ক গরমকাল ও শীতকালীন বৃষ্টিপাত।
ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অপর নাম কী ?
ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অপর নাম শীতকালীন বৃষ্টিপাতের দেশ।
ভূমধ্যসাগরীয় অঞ্চলে রেশম শিল্প গড়ে উঠেছে কেন ?
তুঁত গাছের প্রাচুর্য এই অঞ্চলে রেশম শিল্প গড়ে তুলেছে।
ভূমধ্যসাগরীয় অঞ্চলে সরলবর্গীয় কী কী উদ্ভিদ দেখা যায় ?
ভূ– মধ্যসাগরীয় অঞ্চলে সরলবর্গীয় পাইন, ফার, সিডার গাছ দেখা যায়।
ভূমধ্যসাগরীয় অঞ্চলে কী কী চিরসবুজ গাছ দেখা যায় ?
ওক, কর্ক, ইউক্যালিপটাস গাছ দেখা যায়।
ভূমধ্যসাগরীয় অঞ্চলে কী কী গুল্মজাতীয় বৃক্ষ দেখা যায় ?
ভূ– মধ্যসাগরীয় অঞ্চলে ম্যাপল, লরেল, রোজমেরি, ল্যাভেন্ডার জাতীয় বৃক্ষ দেখা যায়।
ভূমধ্যসাগরীয় অঞ্চলে কী কী খনিজদ্রব্য পাওয়া যায় ?
ক্যালিফোর্নিয়ায় খনিজ তেল, ফ্রাগে বক্সাইট, ইতালিতে মার্কেল, গন্ধক, সোনা, লোহা পাওয়া যায়।
তুল্লা অঞ্চলে কী ধরনের গাছ জন্মায় ?
তুন্দ্রা অঞ্চলে শৈবাল ও গুল্মজাতীয় বার্চ, জুনিপার, অন্ডার প্রভৃতি গাছ জন্মায়।
তুন্দ্রা অঞ্চলে জলাভূমিতে কী ধরনের গাছ জন্মায় ?
তুন্দ্রা অঞ্চলে জলাভূমিতে মস, লাইকেন ইত্যাদি গাছ জন্মায়।
গ্রিনল্যান্ডে কী ধরনের অধিবাসীদের দেখা যায় ?
এস্কিমো, রেড ইন্ডিয়ান প্রভৃতিদের দেখা যায়।
ইউরেশিয়ার সাইবেরিয়ায় কী ধরনের অধিবাসীদের দেখা যায় ?
ইউরেশিয়ার সাইবেরিয়ায় স্যামোয়েদ, ইয়াকুত প্রভৃতি অধিবাসীদের দেখা যায়।
ফিনল্যান্ডের অধিবাসীদের কী বলা হয় ?
ফিনল্যান্ডের অধিবাসীদের ফিন বলা হয়।
ল্যাপল্যান্ডের অধিবাসীদের কী বলা হয় ?
ল্যাপল্যান্ডের অধিবাসীদের ল্যাপ বলে।
তুল্লা অঞ্চলের অধিবাসীরা শীতকালে কী ধরনের ঘরে বাস করে ?
শীতকালে ভুদ্রা অঞ্চলের অধিবাসীরা একরকম গোলাকার বরফের ঘরে বাস করে তার নাম ইগলু।
গ্রীষ্মকালে বরফ গলে গেলে তারা কোথায় বাস করে ?
গ্রীষ্মকালে বরফ গলে গেলে তারা সিলমাছের চামড়ার তৈরি তাঁবুতে থাকে।
তুল্লা অঞ্চলের মানুষের তৈরি তাঁবুর নাম কী ?
তুল্লা অঞ্চলের মানুষের তৈরি তাঁবুর নাম টিউনিক।
তুন্দ্রা অঞ্চলের মানুষ কীসের পোশাক পরে ?
তুন্দ্রা অঞ্চলের মানুষজন পশুর চামড়া দিয়ে তৈরি পোশাক পরে।
এই অঞ্চলের মানুষজন কী দিয়ে অস্ত্র তৈরি করে ?
এই অঞ্চলের মানুষজন পশুর হাড় দিয়ে অস্ত্র তৈরি করে।
তুন্দ্রা অঞ্চলের একটি হাইওয়ের নাম লেখো ?
তুন্দ্রা অঞ্চলের একটি হাইওয়ের নাম আলাস্কা হাইওয়ে।
ভূমির উচ্চতার সঙ্গে সঙ্গে কী কী পরিবর্তন হয় ?
ভূমির উচ্চতার সঙ্গে সঙ্গে স্বাভাবিক উদ্ভিদ এবং জলবায়ুর পরিবর্তন হয়।
তুন্দ্রা জলবায়ু অঞ্চলের লোকেরা যাযাবর জীবনযাপন করে কেন ?
তুন্দ্রা জলবায়ু অঞ্চলে তীব্র শীতে কৃষিকাজ হয়না তাই এখানকার অধিবাসীরা যাযাবর জীবনযাপন করে।
মৌসুমি ভালবায়ু অঞ্চল অস্ট্রেলিয়ার কোথায় দেখা যায় ?
মৌসুমি জলবায়ু অঞ্চল অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের কিছু অঞ্চলে দেখা যায়।
মৌসুমি জলবায়ু অঞ্চলে গড় তাপমাত্রা কত ?
মৌসুমি জলবায়ু অঞ্চলে গড় তাপমাত্রা সাধারণত 25 ° সে।
মৌসুমি জলবায়ু অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাত কত ?
মৌসুমি জলবায়ু অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাত 200-300 সেমি।
মৌসিনরামে বার্ষিক বৃষ্টিপাত কত ?
মৌসিনরামে বছরে গড়ে 1200 সে. বৃষ্টিপাত হয়।
মৌসুমি জলবায়ু অঞ্চলে কোন ধরনের বনভূমি দেখা যায় ?
মৌসুমি জলবায়ু অঞ্চলে পর্ণমোচী ধরনের বনভূমি দেখা যায়।
উপরোক্ত (MCQ) প্রশ্নগুলি নিয়ে কোনো আক্ষেপ থাকলে বা কোনো প্রশ্ন যদি বাদ গিয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন, যেটা থেকে আমরা সেই গুরত্বপূর্ণ প্রশ্নগুলি আবার আপনাদের জন্য প্রকাশনা করতে পারি। এই (MCQ) প্রশ্নগুলি নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য বা পরে অধ্যায়ন করার জন্য সরাসরি আমাদের ওয়েবসাইটে থেকে (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।