গৌর কি?

6

সংজ্ঞাঃ বায়ুর গতিপথে কোনও কঠিন ও নরম শিলায় গড়া শিলাস্তূপ অবস্থান করলে এবং ওই শিলাস্তুপের নিচে নরম শিলা ও উপরে কঠিন শিলা থাকলে, নিচের কোমল অংশে বায়ুর ক্ষয়কার্যের তীব্রতা বেশি হয় । এর ফলে শিলাস্তূপটির নীচের অংশ ক্ষয়প্রাপ্ত হয়ে সরু স্তম্ভের মতো হয় এবং ওপরের কম ক্ষয়প্রাপ্ত কঠিন শিলাস্তরটি বিরাট আয়তন নিয়ে ব্যাঙের ছাতা বা স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকে । স্তম্ভাকৃতি এইরকম শিলাস্তূপ গৌর (Gour) নামে পরিচিত ।

উদাঃ রাজস্থানের থর মরুভূমিতে গৌর আকৃতির অনেক শিলাস্তূপ দেখা যায় ।

বৈশিষ্ট্যঃ গৌর – এর বৈশিষ্ট্যগুলি হল নিম্নরূপ –
ক) বায়ুর অবঘর্ষ প্রক্রিয়ার ফলে সৃষ্টি হয় । 
খ) এগুলি দেখতে অনেকটা ব্যাঙের ছাতার মত দেখতে হয় বলে এদের Mushroom Rockও বলে । 
গ) এরা মরুভূমির মাঝে অবশিষ্ট টিলার  মত দাঁড়িয়ে থাকে । 
ঘ) এগুলি বায়ুর বৈষম্যমূলক ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয় ।
ঙ) এর উপরের অংশ প্রশস্ত ও অমসৃণ এবং নীচের অংশ সরু ও মসৃণ প্রকৃতির হয় ।

গৌর (Gour)
গৌর (Gour)

6 COMMENTS

  1. […] কার্যকরী হয় । সৃষ্ট ভূমিরূপঃ গৌর, ইয়ার্দাং, জুইগেন, ভেন্টিফ্যাক্ট […]

  2. […] কার্যকরী হয় । সৃষ্ট ভূমিরূপঃ গৌর, ইয়ার্দাং, জুইগেন, ভেন্টিফ্যাক্ট […]

Comments are closed.