আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি ছাত্রছাত্রীরা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্যন করতে পারবে। তাই প্রশ্নটি তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কৃষি বনসৃজন এই বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
কৃষি বনসৃজন সম্পর্কে লেখো ?
সংজ্ঞাঃ
কৃষিজমিতে খাদ্যশস্য উৎপাদনের পাশাপাশি গাছ লাগিয়ে বৃক্ষজাত সম্পদ উৎপাদনের বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতিকে কৃষি বনসৃজন (Agroforestry) বলে ।
উপযুক্ত গাছঃ
আম, পেয়ারা, লিচু, নিম, কালমেঘ, কুল প্রভৃতি ।
উদ্দেশ্যঃ
কৃষি বনসৃজন (Agroforestry) – এর উদ্দেশ্যগুলি হলো নিম্নরূপ
- কৃষকের কৃষিজাত উৎপাদন ও মুনাফা বৃদ্ধি করা ।
- কৃষকের একফসলজনিত ঝুঁকি কমানো ।
- কৃষিজমিতে ভূমিক্ষয় হ্রাস করা ।
- কৃষিজমিতে জৈবসারের পরিমান বৃদ্ধি করা ।
- পশুখাদ্যের জোগান বৃদ্ধি করা ।
- ধীরে ধীরে পতিত জমিকে উৎপাদনশীল কৃষিজমিতে রূপান্তরিত করে তোলা ।
- কাঠের উৎপাদন বৃদ্ধি করা ।
- কর্মসংস্থানের পরিবেশ সৃষ্টি করা ।
- প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য টিকিয়ে রাখা ।
উপরোক্ত অংশ থেকে কোনো বিস্ময় থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। প্রশ্নের বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য অথবা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ(PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।