আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টি ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্যন করতে পারবে। কুঁজ কি এই বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
Advertisement
কুঁজ কি?
সংজ্ঞাঃ
হিমবাহ দ্বারা ক্ষয়ের ফলে সৃষ্ট দুই ধার মসৃণ ও খাঁড়াঢালবিশিষ্ট ঢিবিকে কুঁজ বা হোয়েল ব্যাক (Whale Back) বলে ।
উদাঃ
স্কটল্যান্ডের জুরাসাউন্ড অঞ্চলে কুঁজ দেখা যায় ।
বৈশিষ্ট্যঃ
কুঁজ – এর বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ
- এটি সাধারণত সমসত্ত্ব শিলায় সষ্টি হয় ।
- এর উচ্চতা প্রায় ২ – ১০ মিটার ।
উপরের বিষয়টি থেকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং বিষয়টি আপনার পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।
[…] পরবর্তী পোষ্টগুলিতে], ড) কুঁজ (Whale Back)………[বিস্তারিত পরবর্তী […]
I want total question
Comments are closed.