কারেওয়া কি?

0
কারেওয়া কি?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব ভালো নম্বর অর্যন করতে পারবে। কারেওয়া কি এই  বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো। 

Advertisement

কারেওয়া কি?

সংজ্ঞাঃ

কাশ্মীর উপত্যকায় হ্রদের চারপাশে যে পলিমাটির স্তর সৃষ্টি হয়েছে তাকে স্থানীয় ভাষায় কারেওয়া (Karewa) বলে।

উৎপত্তিঃ কাশ্মীর উপত্যকা উত্তরে প্রধান হিমালয় পর্বতশ্রেণী এবং দক্ষিণে পিরপঞ্জলের মধ্য দিয়ে অগ্রসর হয়েছে। এটি একটি প্রায় সমতল ডিম্বাকৃতি পৃষ্ঠদেশ সমন্বিত উপত্যকা। উপত্যকার চারদিকে হ্রদ – সঞ্চিত পদার্থসমূহ বা কারেওয়া (Karewa) ধাপে ধাপে বন্টিত। বিভিন্ন ভূতাত্ত্বিক যুগে হিমবাহ ও নদীর সঞ্চয়কাজের ফলে কাশ্মীর উপত্যকায় এই মাটি সৃষ্টি হয়েছে।

বৈশিষ্ট্যঃ কারেওয়া – র বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ

  • এর উচ্চতা ১০০ মিটার – ২০০ মিটার।
  • এই মাটি জাফরান চাষের জন্য বিশেষ উপযােগী।
  • এটি মূলত ধাপযুক্ত মৃত্তিকাগঠিত ভূমিভাগ।
  • কারেওয়া ঝিলাম ও এর উপনদীগুলি দ্বারা উপত্যকার মধ্যবর্তী অংশ থেকে অপসৃত হয়েছে।

উপরোক্ত অংশ থেকে কোনো বিস্ময় থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। প্রশ্নগুলি নিজের কাছে সংরক্ষিত করার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।