Home প্রাকৃতিক ভূগোল ওজোন স্তর কি?

ওজোন স্তর কি?

0

আবিস্কারকঃ ১৯১৩ সালে ফরাসী বিজ্ঞানী ফ্যাব্রি ও বুশন সর্বপ্রথম ওজোন স্তর এর উপস্থিতি প্রমাণ করেন ।

সংজ্ঞাঃ স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডলের মধ্যে ১৫-৩০ কিমি (মতান্তরে ২০-৫০ কিমি) উচ্চতার মধ্যে ওজন গ্যাসযুক্ত যে বায়ুস্তরটি রয়েছে তাকে ওজোন মণ্ডল বা ওজোন স্তর (Ozonosphere Or, Ozone Layer) বলা হয় ।

বিস্তারঃ স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে ১৫-৩০ কিমি (মতান্তরে ২০-৫০ কিমি) উচ্চতায় ওজোন স্তর অবস্থিত ।

বৈশিষ্ট্যঃ ওজোন মণ্ডল বা ওজোন স্তর – এর বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ –
(ক) এই স্তরটি মূলত ওজন গ্যাস (O3) দ্বারা গঠিত ।
(খ) এই স্তর সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মিকে শোষণ করে ।
(গ) এই স্তরটি বায়ুমন্ডলের তাপমাত্রা নিয়ন্ত্রন করে ।

গুরুত্বঃ ওজোন মণ্ডল বা ওজোন স্তর – এর গুরুত্বগুলি হলো নিম্নরূপ –
(ক) এই স্তরে ওজোন গ্যাসের একটি পর্দা আছে, যা সূর্য থেকে বিচ্ছুরিত অতিবেগুনি রশ্মিকে (Ultra-Violet Ray) শোষণ করে ভূপৃষ্ঠে আসতে দেয় না, যার ফলে জীবজগৎ ধ্বংসের হাত থেকে রক্ষা পায় ।
(খ) বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখে ।
(গ) জীববৈচিত্র রক্ষা করে ।
(ঘ) ওজোন গ্যাস সূর্যের তাপ ও অতিবেগুনি রশ্মি শোষণ করে, ফলে এই স্তরের তাপমাত্রা খুব বেশি হলেও তা বায়ুমন্ডলীয় তাপের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে ।