সংজ্ঞাঃ থার্মোস্ফিয়ারের উর্দ্ধে প্রায় ১৫০০ কিমি পর্যন্ত বায়ুস্তরকে এক্সোস্ফিয়ার(Exosphere) বলা হয় ।
বিস্তারঃ এক্সোস্ফিয়ারের বিস্তার প্রায় ৫০০ কিমি – ১৫০০ কিমি ।
বৈশিষ্ট্যঃ এক্সোস্ফিয়ার – এর বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ –
(ক) এই স্তরের বায়ু এত হালকা যে এর অস্তিত্ব প্রায় বোঝাই যায় না ।
(খ) এই স্তরে হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য দেখা যায় ।
(গ) কৃত্রিম উপগ্রহ, স্পেস স্টেশন প্রভৃতি এই স্তরে অবস্থান করে ।
(ঘ) এই স্তরে উষ্ণতা বৃদ্ধি পায়, তবে তা থার্মোস্ফিয়ারের মত দ্রুত নয় ।
(ঙ) এর সর্ব্বোচ্চ সীমায় উষ্ণতা হয় প্রায় ১৬০০ ° C .
(চ) এক্সোস্ফিয়ার স্তর থেকে বায়বীয় কণাগুলি ক্রমাগত মহাশূন্যে নির্গত হয় । এই স্তর ক্রমশ মহাশূন্যে বিলীন হয়ে যায় ।