উদ্দেশ্য

ইন্টারনেটে মাতৃভাষা তথা বাংলায় ভূগোলসংক্রান্ত তথ্য, শীর্ষক বিষয়ক লেখা, বাংলায় চিত্রায়ণ, ছক-তালিকা, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রভৃতির বড়ই অভাব । প্রয়োজনের তাগিদে যখনই ভূগোলসংক্রান্ত কিছু বাংলায় জানার জন্য সার্চ করেছি, ভীষণভাবে হতাশ হয়েছি । এভাবে কেটে গেছে বছরের পর বছর; চিত্র একই । ততদিনে উপলব্ধি হয়েছে দোষ গুগল বা ইয়াহু-র নয়, দোষ আমাদের, দোষ বাঙালীর । কারণ কেউ কিছু লিখবে, তবেই না তা ইন্টারনেটে সার্চ করলে পাওয়া যাবে ! এমনিতেই আমরা বাঙালীরা বিশ্বায়ণে আজ অগ্রণী জাতিগুলির মধ্যে অন্যতম ।  নিজেদের মাতৃভাষা নিয়ে জাপানী, জার্মান, রাশিয়ান বা ফরাসীদের মত আমাদের অতশত মাথাব্যাথা নেই; অথচ দেখুন এই জাতিগুলি আজ উন্নতির শিখরে থেকেও নিজ নিজ মাতৃভাষার প্রতি কি অসম্ভব যত্নশীল ! এককথায় সেই জাত্যাভিমান থেকেই আজ থেকে ইন্টারনেটে বাংলায় ভূগোল সম্পর্কে একক উদ্যোগে কিছু লেখা তুলে ধরার চেষ্টা শুরু করলাম, যদি কখনও কারো কাজে লেগে যায় ! নিজের স্নাতকোত্তর পর্যন্ত পড়াশুনা ও বর্তমানে শিক্ষকজীবনলব্ধ প্রাত্যহিক সীমিত জ্ঞান-অভিজ্ঞতা থেকে অর্জিত ভূগোলসংক্রান্ত কিছু তথ্য, বিবরণ, প্রশ্নোত্তর, ব্যাখ্যা প্রভৃতি লেখা ও চিত্রের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি । উদ্দেশ্য বৃহৎ, কিন্তু সাধ্য সীমিত; তাই অনিচ্ছাকৃত ভুল বা বিচ্যুতি মার্জনীয় । জানি এ প্রচেষ্টা খুবই ক্ষুদ্র, তাই সকলের সহযোগিতা, পরামর্শ ছাড়া তার পরিপূর্ণতা অসম্ভব । সকলের কাছ থেকে হয়ত তা পাবো না, তবু যদি কয়েকজনের কাছ থেকেও সেটুকু পাই, ভালো লাগবে । পরিশেষে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ওয়েব জগতের সেই সকল পথিকৃত বাঙালীদের (এপার বাংলা-ওপার বাংলা মিলিয়ে) যারা তাদের লেখার মাধ্যমে বাংলা ভাষায় গুগল, ইয়াহু-র সার্চে কম-বেশী কিছু না কিছু অবদান রেখেছেন অথবা রেখে চলেছেন । আসুন সবাই মিলে নিজ নিজ কলম ও ইচ্ছাশক্তি অনুযায়ী জাতি, সংস্কৃতি ও মাতৃভাষার সেবায় যতটুকু পারি কিছু চেষ্টা করি ।

বিঃদ্রঃ– অনেক ক্ষেত্রে অন্যান্য ওয়েবসাইট এবং গুগলের দ্বারস্থ হতে হয়েছে; কিন্তু তা অবশ্যই জ্ঞান বা তথ্য আহরণের উদ্দেশ্যে, কোনও প্রকার কপি বা নকলের অভিসন্ধিতে নয় । সেইসকল ওয়েবসাইট, ব্লগসংশ্লিষ্ট সতীর্থদের, WordPress এবং সর্বোপরি Google – কে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ।