সংজ্ঞাঃ মরু অঞ্চলে বায়ুর প্রবাহপথে উল্লম্বভাবে কঠিন ও কোমল শিলা দ্বারা গঠিত শিলাস্তূপ অবস্থান করলে অবঘর্ষ প্রক্রিয়ার দ্বারা কোমল শিলা দ্রুত ও কঠিন শিলা কম ক্ষয়প্রাপ্ত হয়ে বিচিত্র মূর্তির আকারে বিভিন্ন ভূমিরূপ সৃষ্টি হয় । এদের ইয়ার্দাং (Yardang) বলা হয় ।
উদাঃ সোনেরান, সাহারা ও গোবি মরুভূমিতে বহু ইয়ার্দাং দেখা যায় ।
বৈশিষ্ট্যঃ ইয়ার্দাং – এর বৈশিষ্ট্যগুলি হল নিম্নরূপ –
ক) এর উচ্চতা ভূমিভাগ থেকে সাধারণত ৬ মিটারের আশেপাশে এবং ১০ মিটার থেকে ৪০ মিটার পর্যন্ত চওড়া হয় ।
খ) এতে কঠিন শিলা ও কোমল শিলা লম্বালম্বি অবস্থায় থাকে ।
গ) এগুলি বায়ুর অবঘর্ষ প্রক্রিয়ার ফলে গঠিত হয় ।
ঘ) এরা পরস্পর বিচ্ছিন্ন টিলার আকারে থাকে ।
ঙ) এর কোমল শিলাযুক্ত স্থান নিচু ও কঠিন শিলাযুক্ত স্থান উঁচু হয় ।
চ) একটি ইয়ার্দাং অপর ইয়ার্দাং থেকে ভূমিভাগে সৃষ্ট গর্ত বা খাঁজের দ্বারা বিচ্ছিন্ন থাকে ।

[…] পরবর্তী পোষ্টগুলিতে], ২. ইয়ার্দাং (Yardang)………[বিস্তারিত পরবর্তী […]
[…] কার্যকরী হয় । সৃষ্ট ভূমিরূপঃ গৌর, ইয়ার্দাং, জুইগেন, ভেন্টিফ্যাক্ট প্রভৃতি […]
[…] কার্যকরী হয় । সৃষ্ট ভূমিরূপঃ গৌর, ইয়ার্দাং, জুইগেন, ভেন্টিফ্যাক্ট প্রভৃতি । (গ) […]
[…] কার্যকরী হয় । সৃষ্ট ভূমিরূপঃ গৌর, ইয়ার্দাং, জুইগেন, ভেন্টিফ্যাক্ট প্রভৃতি […]
Comments are closed.