ইনসেলবার্জ কি?

1

সংজ্ঞাঃ অনেক সময় মরুভূমির জায়গায় জায়গায় কঠিন শিলায় গঠিত অনুচ্চ ক্ষয়ীভূত পাহাড় টিলার আকারে বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায় । যুগ যুগ ধরে ক্ষয় পেয়ে এইসব পর্বতগাত্রের ঢাল খুব বেশি, পর্বতগাত্র মসৃণ এবং দেখতে গোলাকার হয় । গোলাকৃতি এইপ্রকার অনুচ্চ টিলাকে ইনসেলবার্জ (Inselberg) বলে । ‘Inselberg’ একটি জার্মান শব্দ, যার অর্থ “দ্বীপ শিলা”।

উদাঃ কালাহারি মরুভূমিতে অনেক ইনসেলবার্জ দেখা যায় ।

সৃষ্টির প্রক্রিয়াঃ ভূ – বিজ্ঞানী এল . সি . কিং ( L. C. King ) পেডিমেন্টের ক্ষয়চক্রের ’ ( Cycle of Pediplanation ) একটি মতবাদ প্রকাশ করেছেন , যাতে ক্ষয়কার্যের ফলে পেডিমেন্টের বিস্তার বা পর্বতের ঢালের ( ভৃগুতটের ) পশ্চাদপসরণের উপর অধিক গুরুত্ব আরােপ করা হয়েছে । এই মতবাদ অনুসারে যৌবন ( Youth ) অবস্থায় নদীর ক্ষয়কার্যের ফলে প্রথমে ভূমিভাগ খাড়া ঢালযুক্ত বিভিন্ন অংশ বা ব্লকে ( Blocks ) বিচ্ছিন্ন হয়ে যায় । এই সকল বিচ্ছিন্ন ব্লক বা অংশের খাড়া ঢালে ধীরে ধীরে পেডিমেন্ট গড়িয়া উঠতে থাকে । প্রথমে পেডিমেন্ট অল্প অঞ্চলব্যাপী বিস্তৃত থাকে , কিন্তু পরে ধীরে ধীরে উচ্চ ভূমিভাগ যতই ক্ষয়প্রাপ্ত হতে থাকে পেডিমেন্ট ততই বিস্তারলাভ করতে থাকে । অনেক সময় পর্বতের উভয় পার্শ্বস্থ পেডিমেন্ট ক্রমশঃ প্রসারিত হওয়ায় পর্বত ভেদ করে পরস্পরের সহিত মিলিত হয় এবং মধ্যভাগে অবশিষ্ট পাহাড় থেকে যায় । পর্বতের উভয় পার্শ্বস্থ পেডিমেণ্ট পৰ্বত ভেদ করে যেখানে মিলিত হয় , তাকে পেডিমেন্ট গিরিপথ ( Pediment Passes ) বা পেডিমেন্ট ফাঁক ( Pediment Gap ) বলা হয় । মধ্যভাগে যে অবশিষ্ট পাহাড়টি থাকিয়া যায় তাহাকে ‘ মোনাডনকের ’ ( Monadnocks ) সাথে তুলনা করা হয় এবং একে ইনসেলবার্জ ( Inselberg ) নামে অভিহিত করা হয় । আফ্রিকার ক্রান্তীয় বৃষ্টি – অরণ্যের উভয় পার্শ্বে সাভানা অঞ্চলে এই ধরনের খাড়া ঢালযুক্ত বহু অবশিষ্ট পাহাড় সুন্দরভাবে গঠিত হতে দেখা যায় । প্রৌঢ় অবস্থায় ভূমিরূপে পেডিমেন্টের প্রাধান্য লক্ষ্য করা যায় এবং উচ্চ ভূমিভাগগুলি ক্ষয়প্রাপ্ত হয়ে অবশিষ্ট পাহাড় বা ইনসেলবার্জ ( Inselberg ) – রূপে অবস্থান করে ।

বৈশিষ্ট্যঃ ইনসেলবার্জ – এর বৈশিষ্ট্যগুলি হল নিম্নরূপ –
ক) এগুলি সাধারণত বেলেপাথর ও কংগ্লোমারেট শিলায় গঠিত হয় ।
খ) এগুলি বায়ুপ্রবাহ ও জলধারার মিলিত প্রক্রিয়ার ফলে গঠিত হয় ।
গ) পেডিপ্লেনের মধ্যে ইনসেলবার্জগুলি দূরে দূরে অবস্থান করে ।

ইনসেলবার্জ (Inselberg)
ইনসেলবার্জ (Inselberg)

1 COMMENT

Comments are closed.