আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা অস্থিত পৃথিবীর কিছু গুরুত্বপূর্ণ (MCQ) প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নগুলি পরীক্ষার জন্য খুবই উপযোগী। এই প্রশ্নগুলি অধ্যায়ন করলে খুব সহজেই পরীক্ষায় ভালো নম্বর অর্জন করতে পারবে।
পৃথিবীর অধিকাংশ আগ্নেয়গিরি কোথায় অবস্থিত ?
পৃথিবীর অধিকাংশ আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরে অবস্থিত
মধ্য আটলান্টিক শৈলশিরা উৎপত্তি হয় কোন পাত সীমানা বরাবর ?
মধ্য আটলান্টিক শৈলশিরা উৎপত্তি হয় গঠনাত্মক পাতসীমানা বরাবর
ভূমিকম্প কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে কত গভীরে থাকে ?
ভূমিকম্প কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে 50-100 কিমি গভীরে থাকে।
প্লেট শব্দটি প্রথম কে ব্যবহার করেন ?
প্লেট শব্দটি প্রথম উইলসন ব্যবহার করেন
ভূমিকম্পের সর্বাধিক ক্ষয়ক্ষতির কারণ কি ?
ভূমিকম্পের সর্বাধিক ক্ষয়ক্ষতির কারণ পৃষ্ঠ তরঙ্গ।
ভূমিকম্প তরঙ্গগুলি মধ্যে কোন তরঙ্গ কেন্দ্রমণ্ডলের ভিতরে প্রবেশ করতে পারে ?
ভূমিকম্প তরঙ্গগুলি মধ্যে S তরঙ্গ কেন্দ্রমণ্ডলের ভিতরে প্রবেশ করতে পারে
ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কোন কেন্দ্র ?
ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উপকেন্দ্র।
যে সীমানা বরাবর দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যায় তাকে কি বলা হয় ?
যে সীমানা বরাবর দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যায় তাকে প্রতিসারী/ অপসারী বলা হয়।
সর্বাপেক্ষা ভূমিকম্প প্রবণ দেশ কোনটি ?
সর্বাপেক্ষা ভূমিকম্প প্রবণ দেশ জাপান।
মৌনালোয়া কোন ধরণের আগ্নেয়গিরি ?
মৌনালোয়া জীবন্ত আগ্নেয়গিরি।
পৃথিবীতে কত শতাংশ জীবন্ত আগ্নেয়গিরি রয়েছে ?
পৃথিবীতে 15 % জীবন্ত আগ্নেয়গিরি রয়েছে।
একটি শঙ্কু আকৃতির আগ্নেয়গিরির নাম লেখো ?
একটি শঙ্কু আকৃতির আগ্নেয়গিরির নাম মাউন্ট পিলি।
ভূত্বকের গভীরে Hot Spot কীভাবে তৈরি হয়?
ভূত্বকের গভীরে তেজস্ক্রিয়তাজনিত উত্তাপ বৃদ্ধির ফলে Hot Spot তৈরি হয়।
কত সালে চিলি ভূমিকম্প ঘটে, রিখটার স্কেলের মাত্রা এতে কত ছিল ?
1960 সালে চিলি ভূমিকম্প ঘটে, এতে রিখটার স্কেলের মাত্রা ছিল 8.51।
ভূবিদ্যা কী ?
পৃথিবীতে উৎপত্তির ইতিহাস , উপাদান , গঠন পদ্ধতি ইত্যাদি সংক্রান্ত বিজ্ঞান হল ভূবিদ্যা।
ভূমিকম্পের উপকেন্দ্র কাকে বলে ?
কেন্দ্র থেকে ঠিক উল্লম্ব দিকে ভূপৃষ্ঠের যে বিন্দুতে প্রথম কম্পন পৌছায় সেটা হল ভূমিকম্পের উপকেন্দ্র।
কবে ও কোন্ শহর ভিসুভিয়াস – এর অগ্ন্যুৎপাতে ধ্বংস হয়ে যায় ?
1979 খ্রিস্টাব্দে ভিসুভিয়াস – এর অগ্ন্যুৎপাতে প্রাচীন রোম – এর পম্পেই শহর ধ্বংস হয়ে যায়।
অপসারী পাতসীমানা কাকে বলে ?
যেখানে পাতগুলো পরস্পর থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকে তাকে অপসারী পাতসীমানা বলে।
প্রাচীন ভঙ্গিল পর্বত কাকে বলে ?
3-4 কোটি বছর আগে সৃষ্ট পর্বতগুলোকে প্রাচীন ভঙ্গিল পর্বত বলে।
অভিসারী পাতসীমানা কাকে বলে ?
যেখানে পাতগুলো পরস্পরের দিকে এগোতে থাকে তাকে অভিসারী পাতসীমানা বলে।
পৃথিবীর উপগ্রহ চাঁদ – এর গঠনে কার বিশেষ ভূমিকা আছে ?
পৃথিবীর উপগ্রহ চাঁদ – এর গঠনে অগ্ন্যুৎপাতের বিশেষ ভূমিকা আছে।
পৃথিবী ছাড়াও সৌরজগতের আর কোথায় অগ্ন্যুৎপাত হয় ?
পৃথিবী ছাড়াও সৌরজগতের অনান্য গ্রহ মঙ্গল , শুক্র , বৃহস্পতি ও উপগ্রহেও অগ্ন্যুৎপাত হয়।
বিদার অগ্ন্যুৎপাতের ফলে পৃথিবীর কোন মালভূমি সৃষ্টি হয়েছে ?
বিদার অগ্ন্যুৎপাতের ফলে পৃথিবীর দাক্ষিণাত্যের মালভূমি সৃষ্টি হয়েছে।
পৃথিবীতে প্রথম এসে পৌঁছায় কোন তরঙ্গ ?
পৃথিবীতে প্রথম এসে পৌঁছায় P তরঙ্গ।
পৃথিবীর গভীরতম খাত কোনটি ?
পৃথিবীর গভীরতম খাত মারিয়ানা খাত।
ভারতের একটি সুপ্ত আগ্নেয়গিরির নাম লেখো ?
ভারতের একটি সুপ্ত আগ্নেয়গিরির নাম নারকোণ্ডাম।
কোন স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় ?
রিখটার স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়।
‘ প্লেট ‘ শব্দটি কোন্ বিজ্ঞানী প্রয়োগ করেন ?
1965 সালে কানাডার ভূপদার্থবিদ J. T. Wilson ‘ প্লেট ‘ শব্দটি প্রয়োগ করেন।
মহীসম্বরণ তত্ত্বের প্রবক্তা কে ?
মহীসম্বরণ তত্ত্বের প্রবক্তা আলফ্রেড ওয়েগনার ।
পাত সংস্থানের ব্যাখ্যা করেন কোন বিজ্ঞানী ?
1968 সালে বিজ্ঞানী W. J. Morgan পাত সংস্থানের ব্যাখ্যা দেন।
পৃথিবীর গভীরতম সমুদ্রখাতের নাম কী, এটি কোন সাগরে অবস্থিত ?
পৃথিবীর গভীরতম সমুদ্রখাতের নাম হল ‘ মারিয়ানা খাত ‘, এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
সৌরজগতে সর্বোচ্চ আগ্নেয়গিরির নাম কী ?
সৌরজগতের সর্বোচ্চ আগ্নেয়গিরি হল মঙ্গলগ্রহের অলিম্পাস মনস্।
কত বছর আগে অগ্ন্যুৎপাতের সৃষ্টি হয়েছে ?
সৃষ্টির সময় থেকে কোটি কোটি বছর ধরে পৃথিবীতে অগ্ন্যুৎপাতের সৃষ্টি হয়ে চলেছে ।
হিমালয় পর্বতমালা , আল্পস পর্বতমালার সৃষ্টি হয়েছে কীভাবে ?
ইউরেশীয় ও ভারতীয় পাতের সংঘর্ষে হিমালয় পর্বতমালা আর আফ্রিকা ও ইউরেশীয় পাতের সংঘর্ষে আল্পস পর্বতমালার সৃষ্টি হয়েছে ।
ভূপৃষ্ঠের প্রভাব বিস্তারকারী পদ্ধতিকে কয়ভাগে ভাগ করা হয়েছে ও কী কী ?
ভূপৃষ্ঠের প্রভাব বিস্তারকারী পদ্ধতিকে দুভাগে ভাগ করা হয়েছে । (1) ভূঅন্তঃস্থ শক্তি ও (2) ভূবহিস্য শক্তি ।
লাভা কাকে বলা হয় ?
ভূঅভ্যন্তরের গলিত , সাম্র পদার্থকে ‘ ম্যাগমা ’ আর ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে নির্গত হলে তাকে লাভা বলা হয় ।
ভূমিকম্প কাকে বলে ?
প্রতি মুহূর্তে পৃথিবী কোথাও না কোথাও কম্পিত হচ্ছে । পৃথিবীর স্থিতিস্থাপক অভ্যন্তরে কোনোকিছু সজ্জিত থাকে , ফলে ভূত্বক কেঁপে ওঠে , একে ভূমিকম্প বলে ।
ভূকম্পন তরঙ্গ কাকে বলে ?
ভূমিকম্পের ফলে উদ্ভূত শক্তি কেন্দ্র , উপকেন্দ্র থেকে পৃথিবীর অন্যান্য স্থানে তরঙ্গের মতো ছড়িয়ে পড়ে । এই তরঙ্গগুলোকে বলা হয় ভূকম্পন তরঙ্গ ।
পৃথিবীর 20 শতাংশ ভূমিকম্প কোথায় ঘটে ?
মেক্সিকো থেকে শুরু করে আটলান্টিক মহাসাগর , ভূমধ্যসাগর , আপ্পস , হিমালয় হয়ে বিস্তৃত মধ্য পৃথিবীর পার্বত্য বলয় – এ পৃথিবীর 20 শতাংশ ভূমিকম্প ঘটে ।
পৃথিবী বিখ্যাত গাইজার কোন্টি ?
আমেরিকা যুক্তরাষ্ট্রের ইয়ালোস্টোন ন্যাশনাল পার্কের ‘ Old Faithful Geyser ‘ (প্রতি 45 মিনিট অন্তর উৎক্ষিপ্ত হয়) পৃথিবী বিখ্যাত ।
নিরপেক্ষ পাতসীমানা কাকে বলে ?
কিছুক্ষেত্রে দুটি পাত পরস্পর ঘর্ষণ করে পাশাপাশি অগ্রসর হয় । ফলে ভূমিকম্প চ্যুতি প্রভৃতি সৃষ্টি হয় । এই সীমান্তে পাতের ধ্বংস বা সৃষ্টি , কিছুই হয় না । একে নিরপেক্ষ পাতসীমানা বলে ।
পৃথিবীর প্রধান প্রধান ভঙ্গিল পর্বতমালাগুলির নাম লেখো ?
পৃথিবীর অধিকাংশ ভঙ্গিল পর্বত মহাদেশীয় পাতের সংঘর্ষের ফলে সৃষ্টি হয়েছে । এগুলি হল অ্যাপালেশিয়ান , ইউরাল , আন্দিজ , আরাবল্লী প্রভৃতি।
প্যানজিয়া কি ?
৩০ কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একটা বিশাল ভূখণ্ড রূপে অবস্থান করত। এই বিশাল ভূখণ্ডকেই প্যানজিয়া বলে।
‘প্রশান্ত মহাসাগর অগ্নিবলয়’ ভূমিকম্পপ্রবণ কেন ?
পৃথিবীর অধিকাংশ জীবন্ত আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরকে ঘিরে রেখেছে। তাই এই অংশেই পৃথিবীর প্রায় ৭০ শতাংশ ভূমিকম্প হয়।
উপরোক্ত (MCQ) প্রশ্নগুলি নিয়ে কোনো আক্ষেপ থাকলে বা কোনো প্রশ্ন যদি বাদ গিয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন, যেটা থেকে আমরা সেই গুরত্বপূর্ণ প্রশ্নগুলি আবার আপনাদের জন্য প্রকাশনা করতে পারি। এই (MCQ) প্রশ্নগুলি নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য বা পরে অধ্যায়ন করার জন্য সরাসরি আমাদের ওয়েবসাইটে থেকে (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।