আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টি ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্যন করতে পারবে। অর্ন্তবাহিনী নদী কি এই বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
অর্ন্তবাহিনী নদী কি?
সংজ্ঞাঃ
যে নদী মহাদেশের অভ্যন্তরভাগে অবস্থিত কোনো উৎস অঞ্চল থেকে সৃষ্টি হয়ে একটি সীমাবদ্ধ অঞ্চলব্যাপী প্রবাহের পর ঐ অঞ্চলের মধ্যেই তার প্রবাহপথ শেষ করে সমাপ্তিলাভ করে, তাকে অর্ন্তবাহিনী নদী বলে ।
উদাঃ
ভারতের রাজস্থানের লুনি নদী, ইরাকের টাইগ্রেটিস ও ইউফ্রেটিস নদী, রাশিয়ার ভলগা নদী প্রভৃতি উল্লেখযোগ্য অর্ন্তবাহিনী নদী ।
বৈশিষ্ট্যঃ
অর্ন্তবাহিনী নদী – র বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ
- এইপ্রকার নদীগুলির উৎস অঞ্চল ও মোহনা অঞ্চল – একটি নিদির্ষ্ট অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকে ।
- অনেকক্ষেত্রেই অর্ন্তবাহিনী নদীর সমাপ্তিস্থল সুস্পষ্টভাবে চিহ্নিত করা যায় না ।
- অধিকাংশ অর্ন্তবাহিনী নদীই বৃষ্টির জলে পুষ্ট হওয়ার কারনে সারাবছর জলপ্রবাহ দেখা যায় না, ফলে শুষ্কতার সময় ওয়াদি দেখা যায় ।
- অর্ন্তবাহিনী নদীতে উপনদী ও শাখানদীর সংখ্যা তুলনামূলকভাবে কম থাকে ।
- নদীবক্ষ মূলতঃ অগভীর প্রকৃতির হয় ।
- অধিকাংশ ক্ষেত্রেই এগুলি দৈর্ঘ্যে অপেক্ষাকৃত ছোট হয় ।
- বেশিরভাগ অর্ন্তবাহিনী নদীই স্থলভাগের অভ্যন্তরস্থ কোনো হ্রদ বা অবনত স্থান বা জলাশয়ে সমাপ্তিলাভ করে, অথবা প্রবাহপথে ক্রমশঃ দুর্বল হতে হতে শুস্ক মরুভূমির বুকে একসময় অবলুপ্ত হয়ে যায় ।
উপরের বিষয়টি থেকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং বিষয়টি আপনার পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।