অনুগামী নদী কি?

2
অনুগামী নদী কি?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টি ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্যন করতে পারবে। অনুগামী নদী কি এই বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

অনুগামী নদী কি?

সংজ্ঞাঃ

সমান্তরাল শিলাস্তরের উপর ভূমিভাগের প্রাথমিক বা প্রারম্ভিক ঢাল অনুসারে প্রবাহিত নদীকে অনুগামী নদী (Consequent Stream) বলে ।

উদা:

ভারতের অধিকাংশ নদীই এই শ্রেণীর । পশ্চিমঘাট পর্বতের পশ্চিমবাহিনী নদীগুলি যথা বশিষ্ঠি, পয়স্মিনী প্রভৃতি উল্লেখযোগ্য অনুগামী নদী ।

বৈশিষ্ট্য:

অনুগামী নদী – র বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ

  1. অনুগামী নদী ভূমির প্রাথমিক ঢাল অনুসারে প্রবাহিত হয় ।
  2. দীর্ঘদিন ধরে অনুগামী নদী ক্ষয়কার্য চালিয়ে গৌণ ঢালে পরিনত করে ।
  3. পরবর্তীতে এই গৌণ ঢালের উপর পরবর্তী নদী, বিপরা নদী, পূনর্ভবা নদী প্রভৃতি সৃষ্টি হতে থাকে ।
  4. অনেক সময় আগ্নেয়গিরির ঢাল অনুসারেও এই নদীর সৃষ্টি হয় ।

উপরের বিষয়টি থেকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং বিষয়টি আপনার পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।

2 COMMENTS

Comments are closed.