আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টি ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্যন করতে পারবে। অধ্যারোপ নদী বা আরোপিত নদী কি এই বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
অধ্যারোপ নদী বা আরোপিত নদী কি?
সংজ্ঞাঃ
কোনো প্রাচীন শিলাস্তরের উপর পলিসঞ্চিত হয়ে নতুন শিলাস্তর সৃষ্টি হলে তার উপরও একটি নদীগোষ্ঠী গড়ে ওঠে । বহুদিন ধরে এই নদীগোষ্ঠীর নদীগুলি ঐ নতুন শিলাস্তরের উপর ক্ষয়কার্য চালিয়ে একসময় নিচে অবস্থিত কঠিন শিলাস্তরের উপর প্রতিষ্ঠিত হয় । এইভাবে উপরের শিলাস্তরে গঠিত নদী নিচের শিলাস্তরের উপর অধ্যারোপিত বা আরোপিত হলে, তাকে অধ্যারোপ নদী বা আরোপিত নদী (Superimposed River) বলে ।
উদা:
মুরি থেকে চান্ডিল পর্যন্ত সুবর্নরেখা নদীটির অধ্যারোপিত অবস্থা দেখা যায় ।
বৈশিষ্ট্যঃ
অধ্যারোপ নদী বা আরোপিত নদী – র বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ
- এই নদীগুলি নিম্নে অবস্থিত কঠিন শিলাস্তরের গঠন উপেক্ষা করেই তাদের আগের ঢাল অনুসারে প্রবাহিত হয় ।
- বহুদিন পর উপরের শিলাস্তর ক্ষয়প্রাপ্ত হয়ে অপসৃত হলে দেখা যায় যে অধ্যারোপিত নদীটির প্রবাহের সাথে নিম্নে অবস্থিত কঠিন শিলাস্তরের গঠনের কোনো সামঞ্জস্য নেই।
উপরের বিষয়টি থেকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং বিষয়টি আপনার পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।
খুব সুন্দর হয়েছে
ধন্যবাদ সৌরভ
Comments are closed.