অধিবৃত্তীয় বালিয়াড়ি কি?

6
অধিবৃত্তীয় বালিয়াড়ি কি ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমার ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই এই প্রশ্নটি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্যন করতে পারবে। অধিবৃত্তীয় বালিয়াড়ি কি এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো। 

Advertisement

অধিবৃত্তীয় বালিয়াড়ি কি ?

সংজ্ঞাঃ 

মরুভূমি অঞ্চলে বায়ুর অপসারণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট গর্তগুলির প্রতিবাত ঢাল থেকে বালি অপসারিত হয়ে অনুবাত ঢালে সঞ্চিত হয়ে অধিবৃত্তের মতো আকৃতিবিশিষ্ট বালিয়াড়ি সৃষ্টি হলে, তাকে অধিবৃত্তীয় বালিয়াড়ি (Parabolic Dune) বলে ।

উদাঃ 

আফ্রিকার নামিবিয়া মরুভূমিতে অনেক অধিবৃত্তীয় বালিয়াড়ি দেখা যায় ।

বৈশিষ্ট্যঃ

অধিবৃত্তীয় বালিয়াড়ি – র বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ

  1. এইপ্রকার বালিয়াড়ি বেলচা বা চামচের গর্তের মত আকৃতিবিশিষ্ট হয় ।
  2. এর প্রতিবাত ঢাল অনুবাত ঢালের থেকে কম হয় । 

উপরোক্ত অংশ থেকে কোনো বিস্ময় থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি আপনার ভালো লাগলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করতে ভুলবেন না। প্রশ্নটি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ। 

6 COMMENTS

  1. […] Dune), অ্যাকলি বালিয়াড়ি (Alkle Dune), অধিবৃত্তীয় বালিয়াড়ি (Parabolic Dune), উল্টানো বালিয়াড়ি (Reverse Dune), দ্রাস […]

  2. […] Dune), অ্যাকলি বালিয়াড়ি (Alkle Dune), অধিবৃত্তীয় বালিয়াড়ি (Parabolic Dune), উল্টানো বালিয়াড়ি (Reverse Dune), দ্রাস […]

  3. […] পরবর্তী পোষ্টগুলিতে], ৫. অধিবৃত্তীয় বালিয়াড়ি (Parabolic Dune)………[বিস্তারিত পরবর্তী […]

  4. […] পরবর্তী পোষ্টগুলিতে], ৫. অধিবৃত্তীয় বালিয়াড়ি (Parabolic Dune)………[বিস্তারিত পরবর্তী […]

  5. […] পরবর্তী পোষ্টগুলিতে], ৫. অধিবৃত্তীয় বালিয়াড়ি (Parabolic Dune)………[বিস্তারিত পরবর্তী […]

  6. […] পরবর্তী পোষ্টগুলিতে], ৫. অধিবৃত্তীয় বালিয়াড়ি (Parabolic Dune)………[বিস্তারিত পরবর্তী […]

Comments are closed.