আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টি ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্যন করতে পারবে। অঙ্গুরীয়াকার জলনির্গম প্রণালী কি এই বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
অঙ্গুরীয়াকার জলনির্গম প্রণালী কি?
সংজ্ঞাঃ
গম্বুজাকৃতি উচ্চভূমিতে কঠিন ও কোমল শিলা পরপর অবস্থান করলে কোমল শিলা ক্রমশঃ ক্ষয়প্রাপ্ত হয় ও অবশিষ্ট কঠিন শিলা অঙ্গুরীয়ের মতো আকৃতি নিলে নদীগুলি তার উপর একটি বিশেষ নক্সাবিশিষ্ট জলনির্গম প্রণালী সৃষ্টি করে, একে অঙ্গুরীয়াকার জলনির্গম প্রণালী (Annular Drainage Pattern) বলে ।
উদাঃ
দক্ষিণ ডাকোটার ব্ল্যাক হিলস পর্বতে অঙ্গুরীয়াকার জলনির্গম প্রণালী দেখা যায় ।
বৈশিষ্ট্যঃ
অঙ্গুরীয়াকার জলনির্গম প্রণালী – র বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ
- মূলতঃ ক্ষয়জাত উচ্চভূমিগুলিতেই এইপ্রকার জলনির্গম প্রণালী সুস্পষ্টভাবে গড়ে ওঠে ।
- এইপ্রকার জলনির্গম প্রণালীর সাথে স্থানীয় ভূগঠনের একটি ঘনিষ্ঠ সম্পর্ক দেখতে পাওয়া যায় ।
উপরের বিষয়টি থেকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং বিষয়টি আপনার পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।