অগ্রবর্তী বালিয়াড়ি ও পরবর্তী বালিয়াড়ি কি ?

4
অগ্রবর্তী বালিয়াড়ি ও পরবর্তী বালিয়াড়ি কি ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমার ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই এই প্রশ্নটি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্যন করতে পারবে। অগ্রবর্তী বালিয়াড়ি ও পরবর্তী বালিয়াড়ি কি এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো। 

Advertisement

অগ্রবর্তী বালিয়াড়ি ও পরবর্তী বালিয়াড়ি কি ?

বায়ুপ্রবাহের সঞ্চয়কার্যের ফলে সৃষ্টি হওয়া বালিয়াড়িগুলির মধ্যে উল্লেখযোগ্য হল অগ্রবর্তী বালিয়াড়ি ও পরবর্তী বালিয়াড়ি । নিচে এদের সম্পর্কে বিস্তারিত আলোচনা হল

অগ্রবর্তী বালিয়াড়িঃ 

সংজ্ঞাঃ

অনেক সময় ঘূর্ণি বায়ুপ্রবাহের প্রভাবে মস্তক বালিয়াড়ির কিছুটা আগে অপর একপ্রকার বালিয়াড়ি সৃষ্টি হয় । একে অগ্রবর্তী বালিয়াড়ি (Advanced Dune) বলে

উদাঃ

থর মরুভূমিতে অগ্রবর্তী বালিয়াড়ি দেখা যায় ।

বৈশিষ্ট্যঃ

অগ্রবর্তী বালিয়াড়ি – র বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ

  1. এইপ্রকার বালিয়াড়ি আকৃতিতে অপেক্ষাকৃত ছোট হয় ।
  2. এরা দেখতে স্তূপাকৃতি হয় ।

পরবর্তী বালিয়াড়িঃ

সংজ্ঞাঃ 

পুচ্ছ বালিয়াড়ির পরবর্তী পর্যায়ে যে বালিয়াড়ি সৃষ্টি হয়, তাকে পরবর্তী বালিয়াড়ি (Wake Dune) বলে ।

উদাঃ

থর মরুভূমিতে পরবর্তী বালিয়াড়ি দেখা যায় ।

বৈশিষ্ট্যঃ

পরবর্তী বালিয়াড়ি  র বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ

  1. এইপ্রকার বালিয়াড়ি আকৃতিতে অপেক্ষাকৃত ছোট হয় ।
  2. এরা দেখতে ক্ষুদ্র স্তূপাকৃতি হয় । 

উপরোক্ত অংশ থেকে কোনো বিস্ময় থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি আপনার ভালো লাগলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করতে ভুলবেন না। প্রশ্নটি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ। 

4 COMMENTS

  1. […] Dune), পার্শ্ব বালিয়াড়ি (Lateral Dune), অগ্রবর্তী বালিয়াড়ি (Advanced Dune), পরবর্তী বালিয়াড়ি (Wake Dune) প্রভৃতি […]

  2. […] Dune), পার্শ্ব বালিয়াড়ি (Lateral Dune), অগ্রবর্তী বালিয়াড়ি (Advanced Dune), পরবর্তী বালিয়াড়ি (Wake Dune) প্রভৃতি […]

  3. […] পরবর্তী পোষ্টগুলিতে], ১২. অগ্রবর্তী বালিয়াড়ি (Advanced Dune)………[বিস্তারিত পরবর্তী […]

  4. […] পরবর্তী পোষ্টগুলিতে], ১২. অগ্রবর্তী বালিয়াড়ি (Advanced Dune)………[বিস্তারিত পরবর্তী […]

Comments are closed.