ভারতের দ্বীপ অঞ্চল ?

0
ভারতের দ্বীপ অঞ্চলের গুরুত্ব লেখ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব ভালো নম্বর অর্যন করতে পারবে। ভারতের দ্বীপ অঞ্চলের গুরুত্ব নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো। 

Advertisement

ভারতের দ্বীপ অঞ্চলের গুরুত্ব লেখ?

ভারতের দ্বীপ অঞ্চলের গুরুত্ব গুলি নিম্নে আলােচনা করা হল

  • মৎস্য সংগ্রহঃ ভারতের দ্বীপ অঞ্চলগুলি আদর্শ মৎস্য সংগ্রহ ক্ষেত্র । এখানকার অধিবাসীদের প্রধান জীবিকাই হল এই মৎস্য আহরণ করা ।
  • কৃষিকাজের প্রসারঃ বহু দ্বীপ প্রবাল দ্বারা গঠিত হওয়ায় মৃত্তিকা খুবই উর্বর । ফলে কৃষিকাজের প্রাধান্য দেখা যায় । বহু নারকেল বাগিচাও এই অঞ্চলে গড়ে উঠেছে । 
  • পর্যটন শিল্পের প্রসারঃ ভারতের দ্বীপীয় অঞ্চলের অপূর্ব প্রকৃতিশােভা দেখবার আকর্ষণে বহু পর্যটক দেশ – বিদেশ থেকে এখানে ভ্রমণে আসেন ।
  • উপজাতিদের আশ্রয়স্থলঃ তঙ্গি , জারােয়া , সেন্টিনেলিজ , আন্দামানিজ ( আন্দামান ) এবং নিকোবরী ( নিকোবর ) উপজাতিরা নিরাপদে এই দ্বীপপুঞ্জগুলিতে তাদের জীবনযাত্রার স্বকীয়তা বজায় রেখে বসবাস করে আসছে ।
  • কাষ্ঠশিল্পের প্রসারঃ এই অঞ্চল চিরহরিৎ অরণ্যসংকুল হওয়ায় বনজ সম্পদভিত্তিক শিল্প ও কাষ্ঠশিল্পের বিকাশ ঘটেছে ।
  • কুটির শিল্পের প্রসারঃ শাখ , মুক্তোচাষ , দেশলাই কারখানা প্রভৃতি কুটির শিল্পের প্রসার এই অঞ্চলে উল্লেখযোগ্যভাবে হয়েছে ।
  • শরনার্থীদের বসবাসস্থলঃ পূর্ববাংলা থেকে আগত বহু মানুষের এখানে বসবাস দেখা যায় । যে কারণে এই অঞ্চলের জনবসতি বেশ ঘন ।

উপরোক্ত অংশ থেকে কোনো বিস্ময় থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। প্রশ্নগুলি নিজের কাছে সংরক্ষিত করার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।