বায়ুর সঞ্চয়কার্যের প্রক্রিয়া কি?

0
বায়ুর সঞ্চয়কার্যের প্রক্রিয়া কি?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমার ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই এই প্রশ্নটি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্যন করতে পারবে। বায়ুর সঞ্চয়কার্যের প্রক্রিয়া কি এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো। 

Advertisement

বায়ুর সঞ্চয়কার্যের প্রক্রিয়া কি?

মরুভুমি অঞ্চলে স্থানে স্থানে বায়ুপ্রবাহ বাঁধার সম্মুখীন হলে বায়ুপ্রবাহের গতিবেগ কমে যায় এবং বায়ুমধ্যস্থিত বালিকণাগুলি জমা হতে থাকে । একে বায়ুর সঞ্চয় কার্য বলে । বায়ুর সঞ্চয়কার্যের প্রক্রিয়া মূলত তিনটি প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন হয় । যথা

  1. অধঃপাতন প্রক্রিয়াঃ বায়ুপ্রবাহের গতি ক্রমশ কমে গেলে বায়ু মধ্যস্থিত বালিকণাগুলি থিতিয়ে পড়ে সঞ্চিত হয় । এই প্রক্রিয়াকে অধঃপাতন প্রক্রিয়া বলে ।
  2. উপলেপন প্রক্রিয়াঃ বায়ুপ্রবাহের লম্ফদান ও গড়ান প্রক্রিয়ায় বাহিত বালিকণাগুলি কোন বাঁধার সম্মুখীন হলে সেইস্থানেই সঞ্চিত হতে থাকে । একে উপলেপন প্রক্রিয়া বলে।
  3. অধিগ্রহণ প্রক্রিয়াঃ বালিকণা যখন বায়ুবাহিত হয়ে মরু অঞ্চলব্যতীত অন্য কোন অঞ্চলে সঞ্চিত হয়, তখন তাকে অধিগ্রহণ প্রক্রিয়া বলে ।

উপরোক্ত অংশ থেকে কোনো বিস্ময় থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি আপনার ভালো লাগলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করতে ভুলবেন না। প্রশ্নটি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।