ফিয়র্ড কি?

2
ফিয়র্ড কি?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টি ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্যন করতে পারবে। ফিয়র্ড কি এই বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

ফিয়র্ড কি?

সংজ্ঞাঃ

সমুদ্র তীরবর্তী অঞ্চলে হিমবাহ তার উপত্যকাকে অনেকসময় এত গভীরভাবে ক্ষয় করে যে সেটি সমুদ্রের পৃষ্ঠতল থেকেও নীচু হয়ে যায় । পরে বরফমুক্ত হলে এটি সমুদ্রের জলে ডুবে যায় । জলমগ্ন এরকম উপত্যকাকে ফিয়র্ড (Fiord) বলে ।

উদাঃ

নরওয়ের সোজনে ফিয়র্ড (পৃথিবীর গভীরতম) ।

বৈশিষ্ট্যঃ

ফিয়র্ড – এর বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ

  1. এগুলি মুলত সমুদ্রোপকূলে দেখা যায় ।
  2. সাধারণত এগুলি জলমগ্ন থাকে ।

উপরের বিষয়টি থেকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং বিষয়টি আপনার পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।