পাট চাষের অনুকূল পরিবেশ কি কি ?

0
পাট চাষের অনুকূল ভৌগােলিক পরিবেশ লেখ ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে বিষয়টি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তারা এই বিষয়টি ভালো ভাবে অধ্যায়ন করলে খুব সহজেই ভালো নম্বর অর্যন করতে পারবে। পাট চাষের অনুকূল ভৌগােলিক পরিবেশ বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

পাট চাষের অনুকূল ভৌগােলিক পরিবেশ লেখ ?

বাকলজাত তন্তুর মধ্যে পাট বিশেষ গুরুত্বপূর্ণ স্থান দখল করে। পাট উষ্ণমণ্ডলের ফসল । দক্ষিণ – পূর্ব এশিয়ার মৌসুমী জলবায়ু অঞ্চলে পলি – গঠিত সমভূমিতে পাট চাষ সীমাবদ্ধ। পাট  চাষের অনুকূল ভৌগােলিক পরিবেশ দুই প্রকার। যথা – প্রাকৃতিক পরিবেশ এবং অর্থনৈতিক পরিবেশ। নিচে এগুলি বিস্তারিত আলোচনা করা হল –

প্রাকৃতিক পরিবেশঃ

পাট চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি নিম্নরূপ

  1. জলবায়ুঃ পাট মৌসুমী জলবায়ু অঞ্চলের ফসল , তাই পাট উৎপাদনে প্রচুর উষ্ণতা ও বৃষ্টিপাতের প্রয়ােজন । (a) উষ্ণতাঃ পাটচাষে ২৫° সেলসিয়াসের বেশি গড় উষ্ণতা প্রয়ােজন । এর থেকে কম উষ্ণতায় পাট চাষ ভাল হয় না । (b) বৃষ্টিপাতঃ ১৫০ থেকে ২০০ সেন্টিমিটার বৃষ্টিপাত পাট চাষের পক্ষে উপযােগী । বাতাসে প্রচুর পরিমাণে আর্দ্রতা থাকলে পাট গাছ দ্রুত বৃদ্ধি পায় ।
  2. মৃত্তিকাঃ উর্বর ভারী দো – আঁশ মাটি ও পলিমাটি পাট চাষের আদর্শ । এইজন্য পলল গঠিত সমভূমিতেই অধিকাংশ পাট চাষ হয়ে থাকে ।
  3. ভূমিরূপঃ নিচু সমভূমিতে পাট চাষ ভাল হয় তাই পাট চাষ বেশিরভাগ ক্ষেত্রেই প্লাবনভূমি ও ব – দ্বীপ অঞ্চলে হয় ।
  4. জলাশয়ঃ পাট চাষের জমির কাছে জলাশয় থাকা প্রয়ােজন । পাট গাছ কেটে জলাশয়ে কিছুদিন ভিজিয়ে রাখতে হয় । পাট পচানাে এবং পরিষ্কার জলে পাট পরিষ্কার করার উপর পাটের মান নির্ভর করে ।

অর্থনৈতিক পরিবেশঃ

পাট চাষের অনুকূল অর্থনৈতিক পরিবেশগুলি নিম্নরূপ

  1. শ্রমিকঃ পাট চাষ থেকে আরম্ভ করে পাট কাটা , জলে ভেজানাে , আঁশ ছাড়ানাে প্রভৃতি কাজের জন্য প্রচুর সুলভ অথচ দক্ষ শ্রমিক আবশ্যক ।
  2. মূলধনঃ বর্তমানে উন্নত পদ্ধতিতে পাট চাষ করার জন্য উচ্চ ফলনশীল বীজ , রাসায়নিক সার কীটনাশক ইত্যাদি উপচারসহ শ্রমিকের মজুরির জন্য যথেষ্ট মূলধনের প্রয়ােজন হয় ।
  3. পরিবহনঃ পাট বাণিজ্যিক ফসল ও শিল্পের কাঁচামাল হওয়ায় বিক্রয়কেন্দ্র ও শিল্পকেন্দ্রগুলির মধ্যে উন্নত যােগাযােগ ব্যবস্থা থাকা প্রয়ােজন ।
  4. চাহিদাঃ শিল্পকেন্দ্রগুলির চাহিদা বৃদ্ধি এবং স্থিতিশীল বাজারই কেবল পাট চাষের উন্নতি ঘটাতে পারে ।

উপরোক্ত অংশ নিয়ে কোনো বিস্ময় থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি আপনার কোনো সাহায্য হলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে তাদের কেও সাহায্য করুন। প্রশ্নটি নিজের কাছে সংরক্ষিত করার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।