কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী কি?

0
কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী কি?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টি ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্যন করতে পারবে। কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী কি এই বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী কি?

সংজ্ঞাঃ

গম্বুজাকৃতি পাহাড়, আগ্নেয়গিরির শংকু, বা বিচ্ছিন্ন কোনো শংকু আকৃতির পাহাড়ের কেন্দ্র থেকে নদীগুলি বাইরের দিকে চক্রের দন্ডের (Spoke of A Wheel) মতো বিভিন্ন দিকে প্রবাহিত হয়ে যে জলনির্গম প্রণালীর সৃষ্টি করে, তাকে কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী (Radial Drainage Pattern) বলে ।

উদাঃ

ভারতের রাচী মালভূমিতে, U.S.A-র হেনরী পর্বতে কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী দেখা যায় ।

বৈশিষ্ট্যঃ

কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী – র বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ

  1. অধিকাংশ ক্ষেত্রেই বৃষ্টির জলে পুষ্ট নদী গুলির ক্ষেত্রেই এইরূপ জলনির্গম প্রণালী বেশী দেখতে পাওয়া যায় ।
  2. মৃত আগ্নেয়গিরির উপর এইপ্রকার জলনির্গম প্রণালী সুন্দরভাবে গড়ে ওঠে ।
  3. নদীগুলির উৎস মূলত একটি অঞ্চলেই অবস্থিত হয় ।
  4. নদীগুলি একটি নির্দিষ্ট দিকে বহমান হয় ।

উপরের বিষয়টি থেকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং বিষয়টি আপনার পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।