টাকু কি?

1
টাকু (Taku) কি?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা অধ্যায়ন করবো ভূগোলের একটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে যে বিষয়টি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই উপকারী। এই বিষয়টি ছাত্রছাত্রীরা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্যন করতে পারবে তাই তাদের কাছে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। টাকু কি এই বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

টাকু (Taku) কি?

সংজ্ঞাঃ

সুমেরু অঞ্চল থেকে উত্তর আমেরিকার উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত আলাস্কা উপদ্বীপের উপর দিয়ে একপ্রকার শীতল বায়ু প্রবাহিত হয় । একে টাকু (Taku) বলে।

প্রভাবিত অঞ্চলঃ

সুমেরু অঞ্চল থেকে উত্তর আমেরিকার আলাস্কাসহ পার্শ্ববর্তী অঞ্চলে টাকু বায়ুপ্রবাহ প্রভাব বিস্তার করে ।

বৈশিষ্ট্যঃ

টাকু – র বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ

  1. এটি একপ্রকার অতিশীতল আঞ্চলিক বায়ুপ্রবাহ
  2. এটি মূলত শীতকালে প্রবাহিত হয় ।

প্রভাবঃ

টাকু – র প্রভাবগুলি হলো নিম্নরূপ

  1. এর প্রভাবে সংশ্লিষ্ট অঞ্চলের উষ্ণতা অনেকটাই হ্রাস প[য় ।
  2. সংশ্লিষ্ট অঞ্চলে কষ্টদায়ক আবহাওয়ার সৃষ্টি করে ।
  3. আলাস্কার বিস্তীর্ণ অঞ্চল তুষারাবৃত হয়ে পড়ে ।

উপরোক্ত অংশ থেকে কোনো বিস্ময় থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি আপনার কোনো সাহায্যপ্রাপ্ত হলে আপনার বন্ধুদের কাছেও প্রশ্নের বিষয়টি শেয়ার করুন। বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ। 

1 COMMENT

Comments are closed.