শেয়ার করুন
☻ সংজ্ঞাঃ সাধারণত স্থানীয়ভাবে নদীর উৎস অঞ্চলে উপনদীগুলি সূক্ষ্মকোণে অথবা স্থূলকোণে (নৌকা ঠেলিবার লোহার আঁকড়ার মতো) প্রধান নদীর সাথে মিলিত হয়ে যে বিশেষ আকৃতির জলনির্গম প্রণালী সৃষ্টি করে, তাকে অসংগত জলনির্গম প্রণালী (Barbed Drainage Pattern) বলে ।
উদাঃ আফ্রিকার নিরক্ষীয় অরণ্যাঞ্চলে অসংগত জলনির্গম প্রণালী দেখা যায় ।
বৈশিষ্ট্যঃ অসংগত জলনির্গম প্রণালী – র বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ –
ক) এইপ্রকার জলনির্গম প্রণালী মূলত কৌণিক চ্যুতিগঠিত অঞ্চলে দেখা যায় ।
খ) নদীগ্রাস (River Capture) এইপ্রকার জলনির্গম প্রণালীর উৎপত্তিতে বিশেষ ভূমিকা রাখে ।
One thought on “অসংগত জলনির্গম প্রণালী (Barbed Drainage Pattern):”