বার্খান কি?

7
বার্খান কি?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমার ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই এই প্রশ্নটি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্যন করতে পারবে। বার্খান কি এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো। 

Advertisement

বার্খান কি?

সংজ্ঞাঃ 

উষ্ণ মরুভূমি অঞ্চলে বায়ুপ্রবাহের গতিপথে কিছু বালিয়াড়ি আড়াআড়িভাবে অর্ধচন্দ্রাকারে অবস্থান করে । এইপ্রকার বালিয়াড়িকে বার্খান (Barkhan) বলা হয় । মরু পর্যটক হেডিন সর্বপ্রথম এর নামকরণ করেন । বার্খান একটি তুর্কি শব্দএর অর্থ হল “কিরঘিজ স্টেপস অঞ্চলের বালিয়াড়ি” । বার্খান বা তির্যক বালিয়াড়ির গঠনের সূত্রপাত কিভাবে হয় তা নিয়ে কিছু মতভেদ আছে । তবে এটি গঠনের জন্য বাতাসের খুব বৃহদাকার কোন বাধার প্রয়ােজন হয় না । এমনকি প্রায় সমতল ভূমিভাগেও এটি গঠিত হতে দেখা যায় । সম্ভবতঃ কিছু নুড়ি একত্রে থাকলে , অথবা বায়ুর গতির তারতম্যে কিছু বালি সঞ্চিত হলে তাকে কেন্দ্র করেও এই বাখান গঠিত হতে পারে । বায়ু দ্বারা বাহিত বালির যােগান যদি বজায় থাকে তা হলে বালিয়াড়ি সম্মুখে এগিয়ে যায় । বার্খান বিচ্ছিন্নভাবে অবস্থান না করে সাধারণতঃ অনেকগুলি একত্রে অবস্থান করে । এইভাবে একত্রে অনেকগুলি বার্খানের অবস্থানকে বালিয়াড়ির শৃঙ্খল বা কলােনী ( Dune chains বা Dune colonies বা Dune complex ) বলা হয় ।

উদাঃ

সাহারা মরুভূমিতে অনেক বার্খান দেখা যায় ।

বৈশিষ্ট্যঃ

বার্খান – এর বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ

  1. বার্খানের সামনের দিকের ঢাল উত্তল (১০°-১৫°) এবং পিছনের দিক অবতল (৩০°) প্রকৃতির হয়ে থাকে ।
  2. বার্খানের দুই প্রান্তে অর্ধচন্দ্রকারে দুটি শিং – এর মত শিরা অবস্থান করে ।
  3. বার্খান বায়ুপ্রবাহের গতির দিকে ক্রমশ ঢালু ও বিপরীত দিকে ক্রমশ খাঁড়াই হয় ।
  4. যে সব মরু অঞ্চলে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন দিক থেকে বায়ু প্রবাহিত হয়, সেখানে বার্খানের সৃষ্টি হয়ে থাকে ।
  5. বার্খানগুলির উচ্চতা সাধারণত ১০ – ৩০ মিটারদৈর্ঘ্য ৫০ – ২০০ মিটার এবং প্রস্থ ৪০ – ৭০ মিটার হয়ে থাকে । তবে অনেকক্ষেত্রে এরা ২০ – ৩০ মিটার উঁচু এবং ১৪০ মিটার বা তারও বেশি চওড়া হয় ।
  6. বার্খান মরু অঞ্চলে ল্যান্ডমার্ক হিসাবে কাজ করে ।
  7. এগুলি বায়ুর প্রবাহপথে আড়াআড়িভাবে অবস্থান করে ।
  8. বিশেষ পরিস্থিতিতে অনেক সময় বার্খান থেকেও সিফ বালিয়াড়ি সৃষ্টি হতে পারে ।

উপরোক্ত অংশ থেকে কোনো বিস্ময় থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি আপনার ভালো লাগলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করতে ভুলবেন না। প্রশ্নটি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ। 

7 COMMENTS

  1. […] প্রকার বালিয়াড়িগুলি হল – বার্খান বালিয়াড়ি (Barkhan Dune), সিফ বালিয়াড়ি (Seif Dune), নক্ষত্র […]

  2. […] প্রকার বালিয়াড়িগুলি হল – বার্খান বালিয়াড়ি (Barkhan Dune), সিফ বালিয়াড়ি (Seif Dune), নক্ষত্র […]

  3. […] বিভিন্ন প্রকার বালিয়াড়িগুলি হল – ১. বার্খান বালিয়াড়ি (Barkhan Dune)………[বিস্তারিত পরবর্তী […]

  4. […] বিভিন্ন প্রকার বালিয়াড়িগুলি হল – ১. বার্খান বালিয়াড়ি (Barkhan Dune)………[বিস্তারিত পরবর্তী […]

  5. […] বিভিন্ন প্রকার বালিয়াড়িগুলি হল – ১. বার্খান বালিয়াড়ি (Barkhan Dune)………[বিস্তারিত পরবর্তী […]

  6. […] প্রকার বালিয়াড়িগুলি হলো – ১. বার্খান বালিয়াড়ি (Barkhan Dune)………[বিস্তারিত পরবর্তী […]

Comments are closed.